Ultra Protagonist's World

প্রারম্ভিক

দিন, না রাত ?

কিছু দিনের মতন রাত

আর রাতের মতন দিন

ঢেকে ছিল আমায়

ছেয়ে ছিল ।।

 

আকাশ কালো হতেই

তফাত মুছলো

গাল বেয়ে নামল যখন

মেঘ ঝরলো।।

 

আজ নির্বিকার অপলকে

চেয়ে দেখা – ছুটে যাওয়া হাত

টুটে যাওয়া মোহ এক দামে বিক্রি হয়

তাপসীর রূপে ঝলসে যোগী নতুন অঙ্গীকার নেয় ।।

 

আবার সব রাত দিনে জেগে ওঠে

আর দিন গুলো রাত সইতে যায়  ||

One comment on “দিন, না রাত ?

  1. Anand Sehgal
    June 22, 2014

    আজ নির্বিকার অপলকে

    চেয়ে দেখা – ছুটে যাওয়া হাত

    টুটে যাওয়া মোহ এক দামে বিক্রি হয়

    wonderful

Leave a comment

Information

This entry was posted on June 22, 2014 by in কবিতা.