Ultra Protagonist's World

প্রারম্ভিক

ক্যারোলিনিবাস ( ৩ য়)

রাতের ঘুমকে টেনে লম্বা করে পাক্কা দশ ঘণ্টা ঘুমিয়ে দুপুর নাগাদ উঠে স্নান ইত্যাদি সেরে খানিকক্ষণ জংলা ট্রেইলে ক্যামেরা হাতে হেঁটে আসা । তারপর বাস ধরে গিয়ে প্রিয় রেস্টুরেন্ট -এ মধ্যাহ্ন ভোজ । ফিরে এসে আরও ঘণ্টা তিনেক আয়েসের দুপুরের ঘুম । ঘুম থেকে উঠে সন্ধেয় আইসক্রিম , আইসক্রিম শেষ হলে ডাল- মাছ-ভাত দিয়ে ডিনার । এবং শেষে ডক্টর পেপারে চুমুক দিয়ে কান্ট্রি মিউজিক শুনতে শুনতে আবারো ঘুমের প্রস্তুতি নেওয়া । প্রবাসের দেবীপক্ষের প্রথম সপ্তাহান্ত তো এমনটাই হওয়ার কথা আর এজাতীয় প্রার্থনার সাফল্যেই তো দেবীর ইন্দ্রিয়লভ্য প্রকাশ! একমাত্র প্রকৃত উপাসনায় লব্ধ দেবীর অক্ষয় কৃপাকণার গুণেই উধম সিং এর অধমজীবনে এসব বাস্তবায়িত হয়ে থাকে এবং তা হবার পরেই তো মহিমাকীর্তনে এই লেখা ।

About Anand Sehgal

A graduate researcher, A writer, A poet, A singer, A composer,An actor..............An artist by heart

Leave a comment

Information

This entry was posted on June 6, 2021 by in মুক্তগদ্য, রম্যরচনা, সমকাল.