Ultra Protagonist's World

প্রারম্ভিক

নাইটস্কোপ (৭)

তখনো আলোবদল হতে দেরি, ন সেকেন্ড ।

কেউ কোত্থাও সিগনাল মানছে না ।

চৌমাথার মোড় ।

কোলাহলের প্রতিবর্ত ক্রিয়ায় হাত তুললে যেটুকু প্রাইভেট অঞ্চল তৈরি হয় গা ঘেঁষে

সেখানেও সেঁধিয়ে যাচ্ছে বাইক , সাইকেলের হ্যান্ডেল ।

এরকমটায় অবাক হতে নেই

কারণ প্রাইভেসির কোনও জায়গাই আর নেই ।

দেখছি পিছনের গাড়ির আলো হাঁটা পায়ের ফাঁক গলে ছিটকে পড়ছে

সামনের অন্ধকারে,

যেখানে হেডলাইটের আলো ঢেলে জায়গার দখল নিতে ব্যস্ত আরও সাতটা গাড়ি ।

“ভাই দাঁড়া , তাড়া তো আমারও !” এটুকু শেষ করতে না করতেই পা দলে দিয়ে চলে যেতে চাইছিল যে অটোরিকশা ,

তার টেকো মাথার চালককে চিনি ,

কাল খালি বসেছিল, খুব যত্ন করে ডাকছিল ,

কারণ ও জানে, যে কেউ উঠলেই বিশ টাকা।

আজ গাড়িতে বিশ টাকা বসে আছে , বা তারও বেশি – সে আজকের দেবতা।

কালকের দেবতার পা ওর কাছে আজকের বেশি কিছু নয়, চাকায় প্যাঁচ খাওয়া কালো পলিথিনেরই মতো ;

টর্চ ফেললে হয়তো জানা যাবে আরও ঘন কালো বিস্মৃতিতেও অমিল ।

যে জীবনের কঠিন যুদ্ধ আছে , গতি ব্যতিরেকে তার পৃথক পূজ্য দেবতা নেই ।

ভয়ভক্তির কোনও বন্ধক নেই- এমন মানুষ নয়, জীবন গুলোই সিগনাল মানছে না।

About Anand Sehgal

A graduate researcher, A writer, A poet, A singer, A composer,An actor..............An artist by heart

Leave a comment

Information

This entry was posted on June 6, 2021 by in কবিতা, সমকাল.