Ultra Protagonist's World

প্রারম্ভিক

আলোর উৎসব

ছোট ছোট বাচ্চারা চরকি জ্বালালো , তুবড়ি জ্বালালো, তারাবাজি জ্বালালো ;

একটু বেড়ে ওঠা ছেলেমেয়েগুলো কালি পটকা ফাটালো,

কয়েক দোদোমাও ।

থ্রি সাউন্ড বা নওরঙ নয়,

ডজন দরে কেনা পাতি হাউই জ্বললো খান দশেক ।

একমাত্র ভালো রঙ মশাল জ্বললো না একটিও ,

ছটাক ফাঁক থেকে গেলো আলোর উৎসবে ।

বর্ণালীর এক কোণে ফ্যারাডের কালো স্তম্ভ !

About Anand Sehgal

A graduate researcher, A writer, A poet, A singer, A composer,An actor..............An artist by heart

Leave a comment

Information

This entry was posted on May 5, 2021 by in কবিতা, সমকাল.