Ultra Protagonist's World

প্রারম্ভিক

নামের মিথ মিথের নাম

এনামেতে যদি নাই বা টিকে থাকি
তবু রইব দারুন, বেনাম-চাদর ঢেকে ;
মেঘ – ঢেউদের নাম হয়না কোনও ,
ওরা অনেক বড় ইমেজ মিথের থেকে ।।

নামেরা সতত নামাবলীরই মতো ,
চাপিয়ে নিলেই সাবধানতা লাগে ;
রোদ – ঝড় – জল শত্রু রাষ্ট্র করে ,
চোখ পড়ে সেই উপরে বসা কাগে।।

তোমার – আমার নামগুলো গালভরা ,
চিপস- চানাচুর- নিমগাছ – ঘুঘুপাখি ,
আদিক্ষেতা না বন চায়নার সেট ?
চলো স্পঞ্জ লাগানো প্যাকিং বাক্সে থাকি ।।

About Anand Sehgal

A graduate researcher, A writer, A poet, A singer, A composer,An actor..............An artist by heart

Leave a comment

Information

This entry was posted on July 23, 2013 by in কবিতা.