Ultra Protagonist's World

প্রারম্ভিক

ডায়েরির শেষ দিক থেকে ১৯

ক্রোধ ঠিক যে মুহূর্তে বিস্ময়ে পরিণত হয় ,

তার ঠিক তিলার্ধকাল আগে যে কি অবস্থায় থাকে

তা জানা যায় নি , যাবেও না ।

ঠিক যেমন এক জন্মবৃত্তান্ত বিহীন মহাশূন্যতার

অগ্র – পশ্চাৎ বিচার কঠিন এবং প্রায় অনর্থক ,

তেমনই ক্রোধজাত বিস্ময়ের ।

ক্রোধও এক রকমের অভিজ্ঞতাই ;

কখনো ধংসাত্মক , কখনো সৃজনীক্ষমতা বলে বলীয়ান

এই ক্রোধ মানুষের এক যাত্রা ।

 যাত্রাপথে তপ্ত মন নিজের সঙ্গে কথোপকথনে হারিয়ে গিয়ে,

উত্তাপ হারিয়ে শীতল হলেও স্বাভাবিক হয় কি?

আবার আগের মতোন ?

তাপের সুপরিবাহী মনের ভেতরের রসায়নের খবর ,

তার নিরন্তর রূপান্তরের খবর , বিবর্তনের কাহিনী

কে বা জানে ?

রাগ পড়ে যাবার পরেকার এই খোঁজও এক নতুন যাত্রা –

নতুন মনের , এক নতুন মানুষের ।।

About Anand Sehgal

A graduate researcher, A writer, A poet, A singer, A composer,An actor..............An artist by heart

Leave a comment

Information

This entry was posted on June 5, 2021 by in কবিতা, সমকাল.