Ultra Protagonist's World

প্রারম্ভিক

ডায়েরীর শেষ দিক থেকে ১৮

বিষণ্ণ বাইশ গজ থেকে শেষমেশ উড়েই গেল এক টুকরো হতাশা ।

আজ পঞ্চমী , অথচ অন্ধকার দেখ ,

ঠিক অমাবস্যার মতোই ।

একটা কনকর্ডও নেই যে দুঃখ ভেঙেচুরে ছুঁড়ে দেবে দূরে !

মেঘ জমছে , ঘন মেঘ , আকাশে – মনাকাশে – ভাগ্যাকাশে ,

এই গতকালও যেমন ছিল ।

আগামীকালও বৃষ্টি হবে , যেমন আজ হোল –

নিরলস প্রাণরস ,

বাইশ গজে বিপদের নতুন ঘাস জন্ম নেবে ।

About Anand Sehgal

A graduate researcher, A writer, A poet, A singer, A composer,An actor..............An artist by heart

Leave a comment

Information

This entry was posted on June 5, 2021 by in কবিতা, সমকাল.